বাজনার গুণে গান ভালোরে
জর্দার গুণে পান
প্রেমের গুণে লাগে ভালো
প্রিয়ার অভিমান ||
রইদে বানে মেঘের ছায়া
বাদলা দিনের ছাতা
গরমের দিনে পাংখা ভালো
শীতের দিনে কাঁথা………
অভিসারের জন্য ভালো
নিরব নির্জন স্থান
মন বাউলের লাগে ভালো
গাইতে বন্ধুর শান’রে ||
বেশির চেয়ে কম ও ভালো
হয় যদি আসল
জাতের মেয়ে কালো ভালো
ঘোলা নদীর জল……..
কোকিল পাখি লাগে ভালো
বসন্তে গায় গান
বন্ধুর চেয়ে শত্রু ভালো
হইলে সে বিদ্যান রে ||
শরমের চে মরণ ভালো
নাইয়ের চেয়ে কিচ্ছু
শাসন গুণে সন্তান ভালো
মন্ত্র গুণে বিচ্ছু…….
সু- বচনে জবান ভালো
সু-বিদ্যাতে জ্ঞান
সু-দর্শনে চক্ষু ভালো
সু-শ্রবণে কান রে ||
পিতা মাতার মন ভালো
সন্তান হলে সুখী
হিংসাখোরের লাগে ভালো
দেখলে কেউরে দুখী…….
শত্রুর কাছে লাগে ভালো
হইলে কেউ হয়রান
বন্ধুর কাছে লাগে ভালো
মুশকিলে আহসান রে |।
ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো
মনযোগে শিক্ষা
অল্প নিদ্রায় আত্মা ভালো
মুক্ত হস্তে ভিক্ষা……..
এই দুনিয়ায় সবচেয়ে ভালো
নিজের জন্মস্থান
মাতৃভাষা আরো ভালো
বাংলা মোর জবানরে ||
রাজার গুনে রাজ্য ভালো
প্রজা সুখে রয়
ধৈর্য্য গুণে ফসল ভালো
গুণী জনে কয়……..
ভালবাসা বড়ই ভালো
আল্লাহ তালার দান
সৈয়দ দুলালের লাগে ভালো
বন্ধুয়ার মুখখান রে ||
Song : Jordar Gun
Singer: Pagol Hasan
Lyrics : Syed Dulal