শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়।
যার নাম আলেক মানুষ
আলেকে রয় ॥

রসিক রস অনুসারে
নিগূঢ় ভেদ জানতে পারে
রতিতে মতি ঝরে
মূল খণ্ড হয় ॥

নিরে নিরঞ্জন আমার
আদি নিলা করে প্রচার
হলে আপন জন্মের বিচার
সব জানা যায় ॥

আপনার জন্মলতা
খুঁজগে তার মূলটি কোথা
লালন বলে হবে সেথা
সাঁইর পরিচয় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)