হরি নাম যত্ন করে
হৃদয় মাঝে রাখবে মন ৷
ও নাম সদর করলে হারিয়ে যাবে
হরি বলা হবে অকারণ ॥

নিজ হরি নাম করে খাঁটি
হিংসা নিন্দা দেওগে মাটি
হবা নিঃবেগারি পরিপাটি
পাবা হরির দরশন ॥

হরির সঙ্গে কর যদি ভাব
দিও না কথার জবাব
থাকবে না আর পারের অভাব
গোলক পুরে হবে গমন ॥

লোক দেখিয়ে হরি বলা
ভজন-সাধন হবে ঘোলা
লালন বলে রং মাখানো মালাঝুলা
গলায় রাখ কি কারণ ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)