রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে ।
কাজরী গাহিয়া চল পুরনারী হরষে ৷৷

কদম-তমাল ডালে দোলনা দোলে,
কুহু-পাপিয়া ময়ূর বোলে,
মনের বনের মুকুল খোলে,
নট-শ্যাম-সুন্দর-মেঘ পরশে ॥

হৃদয়-যমুনা আজ কূল জানে না,
মনের রাধা আজ বাধা মানে না।
ডাকিছে ঘর ছাড়া ঝড়ের (শ্যামের) বাঁশী,
অশনি আঘাত হানে দুয়ারে আসি’।
গরজাক্ গুরুজন ভবন-বাসী
আমরা বাহিরে যাব শ্যাম-মেঘ দরশে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)