যবে তুলসি তলায় প্রিয় সন্ধ্যাবেলায়
তুমি করিবে প্রণাম,
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক
প্রিয় নিও মোর নাম ॥

একদা এমনি এক গোধূলি বেলা
যেতেছিলে মন্দির-পথে একেলা,
জানিনা কাহার ভুল, তোমার পূজার ফুল
আমি লইলাম ॥

সেই দেউলের পথ, সেই ফুলের শপথ
তুমি ভুলিলে, হায়, আমি ভুলিলাম।
পথের দুধারে সেই কুসুম ফোটে
হায়, এরা ভোলেনি,
বেঁধেছিলে তরুশাখে লতার যে ডোর
হের, আজও খোলেনি।
একদ।-এ নীল নভে উঠেছিল চাঁদ,
ছিল অসীম আকাশ-ভরা অনন্ত সাধ,
আজি অশ্ৰু-বাদল সেথা ঝরে অবিরাম ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)