রাছুল যিনি নয় গো তিনি
আব্দুল্লার তনয় ।
আগে বোঝ পরে মজ
নৈলে দলিল মিথ্যা হয় ॥

মহম্মদ আব্দুল্লার ছেলে
রজঃ বীজে জন্ম নিলে
আমেনাকে মা বলিলে
প্রকাশ হলেন মদিনায় ॥

তাঁর চার সন্তান চার সন্ততি গণনা
এই হল সৃষ্টির বাসনা
তিন বিদি হয় ছৈয়াঁদিনা
এগারটি বাদ পড়ে রয় ॥

মহম্মদ জন্মদাতা
নবী হলেন ধর্মপিতা
লালন বলে সৃষ্টির লতা
আল্লাতে মিশে রয় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)