মক্কর উল্লার মক্কর
কে বুঝিতে পারে।
আপনি আল্লা আপনি গুলি
আপনি আদম নাম ধরে ॥

পরওয়াদিগার মালিক সবার
ভবের ঘাটে পারের কাণ্ডার
তাইতে করিম রহিম নাম তার
প্রকাশ সংসারে ॥

কোরানে বলেছে খাঁটি
ওলিয়েম মোর্শেদ নামটি
আহাদ আহাম্মদ সেটি
মেলে কিঞ্চিৎ নজিরে ॥

আলেফ যখন লামে লুকায়
আদমরূপ তমনি দেখায়
লালন বলে ভাব জানতে হয়।
মুর্শিদ জবান ধরে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)