মায়ের পাও লাড়া ধন বাপে খায়
ভজো গিয়ে মায়ের পায়।
মা হলো জগতের গুঁড়ি
মায়ের পেটে মোহাম্মদ নুরী
মায়ের ভিতর পানি ভরি
মাটি দিয়া মানুষ বানায়।
মায়ের পেটে সারা জাহান
রাখিয়াছেন পাক সোবহান
মায়ের লাগি সবি হয়রান
কেউ মরে কেউ জেলখানায়।
মায়ের ভিতর মধুর চাকে
ভ্রমরা এক গুনগুন ডাকে
যে শুনছে সেই গুনগুনানি
থাকে না হুঁশ দিক-দিশায়।
জলের নিচে পদ্মের চাকা
সেখানে মউলা আছে ঢাকা
বেশি বলা উচিত নয় রে
কিছু কইলো উকিল পাগলায়।