কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে ॥

যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিবিনে
ধনীর ভারা যাচ্ছে মারা
পড়ে নদীর তোড় তুফানে ॥

রসিক যারা চতুর তারা
তারাই নদীর ধারা চেনে
উজান তরী যাচ্ছে বয়ে
তারাই স্বরূপ সাধন জানে ॥

শতদল কমলের পরে
মূল রয়েছে গোপনে
মনের মানুষ স্থলে রেখে
দেখতে পাইনে দুই নয়নে ॥

লালন বলে মলাম জ্বলে
জলে-স্থলে নিশিদিনে
মণিহারা ফনির মতন
হারা হলাম পিতৃধনে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)