কামিনীর গহীন সূখ সাগরে।
দেখরে দেখ নিশান উড়ে ॥

সে নিশানটা দেখতে বাঁকা
মাঝখানে তার কিছু আঁকাবাকা
সাধন করলে দক্ষিণ পাশে
মিলবে তারে ॥

আলেফেতে জগৎ সংসার
জায়গা নাই তার লুকাইবার
গোপনেতে গেল সে
মিমের ঘরে ॥

অমাবস্যায় মিম থাকে ঘুমাইয়া
আলেফ তারে নেয় জাগাইয়া
লালন কয় মিমের ঘরেতে যে যায়
ঐ ঘরেতে মানুষ মরে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)