যে জানে ফানার ফিকির
সেই ফকির
ফকির হয়ে কি করলে
নাম জিকির ॥

আছে কয় মত ফানার করণ
জানতে হয় তার বিবরণ
ফানা ফিশ্বেখ ফানা ফের
রাছুল আখির ॥

আছে অকারণ হবি ফানা
প্রাপ্ত ফানা তাও হল না
মুড়াও মাথা জেনে শুনে
ফকিরি পথ কর জাহির ॥

ফানা হয় মুর্শিদের পদে
মওলারে পায় অনাসে
সিরাজ সাঁই কয় লালন তোমার
ফকিরি নয় ফাক ফিকির ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)