বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে।
গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে
সে ধন পায় না রে ॥

একই স্কুলে দশজনা পড়ে
গুরু মনের এই বাসনা, সব সমান করে
কেউ পিছে এসে আগে গেল
পরীক্ষায় চিনা যায় তারে ॥

বাংলা কিতাব কতই জনে পড়ে
আরবী-ফারসী-নাগরী বুলি কে বুঝিতে পারে
আবার শিখবি যদি নাগরী বুলি
বাংলা নেও গাঁ পাশ করে ॥

বিষাম্বর বিষ পান করে
তাড়কায় করে বিছা হজম কাগে [ কাকে ] কি পারে
ফকির লালন বলে রসিক হলে
বিষ খেয়ে হজম করে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)