ওরে আমি যারে বাসি ভাল
কাজলের চেয়েও কালো
হয়নারে তার তুলনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
দিলো না দিলো না
নিলো মন দিলো না
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
চুল কালো আঁখি কালো
কাজল কালো আরও
কাজলের চেয়ে কালো কি
বলতে কি কেও পারো।
আমি যারে বাসি ভাল
কাজলের চেয়েও কালো।
হয় না রে তার তুলনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
বক সাদা দুধ সাদা
সাদা কাশফুল
কাশফুলের চেয়ে সাদা
বলতো কোন ফুল।
বন্ধুর প্রেমের ফুলদানা
কাশফুলের চেয়েও সাদা
আমার ভাগ্যে হইলো না।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
রক্তরাঙ্গা গোলাপ রাঙ্গা
রাঙ্গা পায়ের আলতা
আলতার চেয়ে রাঙ্গা কি
জানলে বলো তা।
ওরে শাহ আলম সরকারে কয়
আলতার চেয়ে রাঙ্গা হয়
সোনা বন্ধের গুণ খানা।
Song: Kajoler Cheye Kalo
Vocal: Laila & Akash Mahmud
Lyrics,Tune: Shah Alam Sarkar