আমার মরণ হলে…..
আমার মরণ হলে দলে দলে
আসবে কতো লোক।
চারিদিকে খবর ছড়াইলে
পড়বে দারুন শোক ॥
শত্রু মিত্র আপন পরে…
এক নজর দেখিতে মোরে।
আসবে লাশের ঘরে…
রঙ্গের এই দুনিয়া আমায়
যেতে হবে ছেড়ে ॥

কয় জনাই বসিয়া পাশে
পড়বে আল-কুরআন
কেউ ডাকিবে মোল্লা মুন্সী
কেউ দিবে এলান।
আতর গোলাপ চন্দন মাখাবে,,
কাফনে আমায় মোড়াবে ॥
রাখতে অচিন পুরে।
রঙের এই দুনিয়া আমায়
যেতে হবে ছেড়ে …॥

কেউ খুড়িবে কবর ও মন
কেউ কাটিবে বাঁশ
কেউ কান্দিবে চুপিসারে
করবে হায় হতাশ ॥
দুজন রাখিবে মাটির ঘরে
আমারে একা করে ॥
জনমের ও তরে
রঙ্গের এই দুনিয়া আমায়
যেতে হবে ছেড়ে ॥

Song: Amar Moron Hole
Singer: Ringku
Lyrics & Tune: R J Rubel

মশিউর রহমান রিংকু যিনি রিংকু নামে পরিচিত, একজন বাংলাদেশি লোকগান ও বাউলগানের কণ্ঠশিল্পী। নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা পাঁচে স্থান করে নেন। তার কণ্ঠে লোকগান ও বাউলগান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

রিংকুর উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘পাগলা ঘণ্টা’, ‘বাউল মন’ ও ‘জগৎ বন্ধু’। বিশেষ করে ‘বাউল মন’ অ্যালবামের ‘নারী হয় লজ্জাতে লাল’ গানটি শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।

তবে, ২০১৬ সালে ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন রিংকু। এরপর দেশে ফিরে চিকিৎসা নিয়ে গানে ফিরলেও, ২০১৮ ও ২০২০ সালে আরও তিনবার স্ট্রোক করেন, যার ফলে তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে যায়। বর্তমানে তিনি নওগাঁর নিজ গ্রামে অবস্থান করছেন এবং শারীরিক সুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন। তিনি আবারও গানের ভুবনে ফিরতে আগ্রহী এবং সবার দোয়া কামনা করেছেন।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)