সাদা সোহাগীনি ফকির সাধে কি হয়।
তবে কেন কেহ কেহ বেদাত সেদাত কয় ৷৷
যার নাম সাধি সেই তো জ্ঞান
যমন কোরানেতে পড়ে এলহাম
তা নইলে কি হাদিছ কোরান
পড়তে এত রাগরাগিণী দেয় ৷৷
সৎগান যদি বেদাত হত
তবে কি সুরে ফেরেস্তারা গাইত
চেয়ে দেখ মেয়ারাজের পথ
সুরেতে আহ্বান জানায় ৷৷
আদ ঘুমটি পোন বাঙালি ভাই
গানের ভাব না বুঝে গোলমাল বাধায়
গানের ভাব বিশেষ ফল দিবেন গোঁসাই
লালন ফকির কয় ৷৷