যদি শরায় কার্য সিদ্ধি হয়
তবে মারেফতে কেন মরতে যায় ॥

শরিয়ত তার সরপোষ মানি
মারফত মূল বস্তু জানি
উঠাইলে সরপোষ খানি
বস্তু লয় কি সরপোষ ধরে রয় ॥

শরিয়াত আর মারফত যমন
দুগ্ধেতে মিশানো মাখন
মাখন তুললে দুগ্ধ তখন
ঘোল বলে তা তো জানো সবাই ॥

আউল আক্কেল দরিয়া
দেখ না মন তাতে ডুবিয়া
মুর্শিদ ভজন যে লাগিয়া
লালন ডুবে ডোবে না তাই ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)