আমরা ভালোবাসি জীবন
— মাহমুদ দারবিশ
(বাংলা অনুবাদ)

আমরা ভালোবাসি জীবন, যদি জীবন আমাদের ভালোবাসে।
আমরা নাচি গাছেদের ছায়ায়,
আমরা খুশি হই এপ্রিল আসলে।
আমরা ভালোবাসি জীবন
যখন সে তার দরজাগুলো খুলে দেয় আমাদের জন্য।

আমরা জীবনকে ভালোবাসি
যখন আমরা একটি ব্যস্ত রাস্তার পাশে রুটি খাই,
একটি ছোট্ট গান গাই আর পাখিদের জন্য
পানি রেখে দিই ছাদের কিনারায়।

আমরা জীবনকে ভালোবাসি
যখন সে আমাদের যন্ত্রণাকে সান্ত্বনা দেয়,
আমরা ভালোবাসি বেঁচে থাকা,
যদি তা আমাদের প্রিয়জনদের মাঝে রাখে।

আমরা জীবনকে ভালোবাসি
যখন শত্রুরা আমাদের স্বপ্ন ভেঙে দেয় না,
তখন মা তার সন্তানকে বুকের দুধ দেয়
বোমার শব্দে নয়,
পাখির ডাকের ছন্দে।

আমরা জীবনকে ভালোবাসি
যখন সকাল আমাদের ঘুম থেকে জাগায়
একটি স্বপ্নের বার্তা নিয়ে:
“তোমার মাটি, তোমার মুখ, তোমার গল্প এখনো বেঁচে আছে”।

আমরা জীবনকে ভালোবাসি
যদি সে কবিতার মতো কোমল হয়,
যদি সে যুদ্ধের মতো রক্তময় না হয়।

আমরা জীবনকে ভালোবাসি
যদিও আমাদের হৃদয় ক্ষতবিক্ষত,
তবু আমরা গাই…
তোমার জন্য, হে জীবন,
তুমি যেন আমাদের রেখে দাও
ভালোবাসার অধিকার।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)