কানাই একবার ব্রজের দশা দেখে যা রে।
তোর মা যশোদে কি হালে আছে রে ॥

শোকে তোর পিতা নন্দ
কেঁদে কেঁদে হল অন্ধ
গোপীগণ সবাই ধন্দ
হয়েছে রে ॥

বালক যুবা বৃদ্ধ আদি
নিরানন্দ নিরবধি
না দেখে চরণনিধি
তোরে রে ॥

না শুনে তোর বাঁশির গান
পশুপাখী উচাটন
লালন বলে ছিদাম হেন
বিনয় করে রে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)