কি ছার মানে মজে
কৃষ্ণধনকে চিন না।
থাক থাক ওগো প্যারী
দুদিন বাদে যাবে জানা ॥

কৃষ্ণরে কাঁদালে যত
তুমিও কাঁদিবে তত
ধারণ শোধন চিরদিন তো
প্রচলিত আছে কিনা ॥

এখন বল কোথায় হরি
এনে দেও গো সহচরি
তখন যে সাধলাম প্যারী
তা কি মনে লাগে না ॥

বাড়াবাড়ি হইলে ক্রম
কুঘটিতে আটক নাই কর্মে
লালন কয় পাষাণ ঘামে
শুনে বিন্দের বন্দনা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)