ওরে চাষী ভাই, শক্ত হাতে
লাঙ্গল ধরা চাই
যত্ন গুণে রত্ন ফলে
পরিশ্রমে প্রাণ বাঁচাই ॥
উৎপাদনের প্রয়োজনে
চলো এবার সর্বজনে
মাটির সনে মনেপ্রাণে
আমরা করি লড়াই ॥
কৃষক মজুর সবাই মিলে
আছি বাংলামায়ের কোলে
পরিশ্রমে সোনা ফলে
তবে কেন দুঃখ পাই ॥
মাছ ফলাও গাছ লাগাও
যত পারো শবজি ফলাও
পাট ফলাও তুলা ফলাও
ধান সরিষা বুট কালাই ॥
কাজ করে যাও মনোবলে
কৃষক মজুর তাঁতি জেলে
বাউল আবদুল করিম বলে
এ ছাড়া আর উপায় নাই ॥