যা দিয়েছ তুমি আমায়
কী দিব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান ॥

অন্তরে আসিয়া যখন
দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি
সঙ্গে নিয়ে একতারা
মন মানে না তোমায় ছাড়া
তোমাতে সঁপেছি প্রাণ ॥

কী করে পাব তোমারে
তাই ভাবি দিনরজনী
মনের কথা প্রকাশ করি
কথায় দিয়া রাগিণী
এস্কে দিলদরিয়ার পানি
ভাটি ছেড়ে হয় উজান ॥

তত্ত্বগান গেয়ে গেলেন
যারা মরমি কবি
আমি তুলে ধরি দেশের
দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি
করিম চায় শান্তির বিধান ॥

Song: Baula Gaan
Singer: Rajib Shah
Lyrics: Shah Abdul Karim

রাজীব শাহ বাংলাদেশের একজন জনপ্রিয় লোকগীতি শিল্পী, যিনি ফোক ও আধ্যাত্মিক ধারার গানে তার দরাজ কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তিনি বিশেষ করে লালন ফকিরের দর্শনভিত্তিক গান এবং গ্রামীণ জীবনের অনুভূতি প্রকাশকারী সঙ্গীতে পারদর্শী।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “নরোকবাসী”, “মানব জনম”, “ভবের বাড়ি” এবং “বিনা কার্যে ধন উপার্জন”। এই গানগুলোতে তিনি ফকির শাবুদ্দিন, এফ এ সুমন, আনু মুস্তাফিজ ও মুনশি জুয়েলের মতো গীতিকার ও সুরকারদের সঙ্গে কাজ করেছেন। তার গানগুলো ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং শ্রোতাদের মাঝে প্রশংসিত হয়েছে।​

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)