প্রেম না জেনে প্রেমের হাটে
বোল বলা।
কথায় করে ব্রহ্ম আলাপ
মনে মনে খায় মন কলা ॥

বেশ করে বৈষ্টমগিরি
রস নাহি তার যশটি ভারি
হরি নামের ঢু ঢু তারি
তিনগাছি জপের মালা ॥

খাদা বাদা ভূত চালানি
সেইটা বটে গণ্য জানি
সাধুর হাটে ঘুসঘুসানি
কি বলিতে কি বলা ॥

মন মাতোয়ারা মদন রসে
সদায় থাকে সে কামাবশে
লালন বলে সকল মিছে
লব লবানি প্রেমতালা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)