(ওরে) শুভ্রবসনা রজনী-গন্ধা,
বনের বিধবা মেয়ে ।
হারানো কাহারে খুঁজিস্
নিশীথ-আকাশের পানে চেয়ে ॥

ক্ষীণ তনুলতা বেদনা-মলিন
উদাস মূরতি ভূষণ-বিহীন,
তোরে হেরি’ ঝরে রাতের অশ্রু
বনের কপোল বেয়ে ॥

( তুই ) লুকায়ে কাঁদিস্ রজনী জাগিস
সবাই ঘুমায় যবে
বিধাতারে যেন বলিস্ “দেবতা,
আমারে লইবে কবে ?”

করুণ-শুভ্র ভালবাসা তোর
সুরভি ছড়ায় সারা নিশি ভোর ।
প্রভাত বেলায় লুটাস্ ধূলায়
যেন কা’রে নাহি পেয়ে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)