মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি।
ছাড় ফিকিরি দীন হলো আখেরি ॥

শুনতে পাই দেহের চৌদ্দ ঘর
আঠারো চারিতে করিয়ে বিচার
লা-মুকাম আছে তাহারি উপর
মওলার নিজ আসন সে পুরি ॥

আল্লা তক্ত বান্দার দেল যথা
কোরানে বলেছে আপে খোদ খোদা
আজাজীলের পর হইল খাতা
না বুছে দেল গভীরি ॥

দেলদরিয়ায় ডুবারু হয় যে জন
আরকানার বেদ পাই সে জন
আলে আজব কাম দ্বিদলে বারাম
লালন খুঁজে বেড়ায় বাহিরি ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)