নতুন দেশের নতুন রাজন।
এসেছে এই নদে ভূবন ॥

যার অঙ্গে এই অঙ্গ ধারণ
তারে তো চেন নাই তখন
মিছে কেন করছ রোদন
ওগো যশোদা এখন ॥

ভাবনা কি আর আছে তোমার
তোমার তো গৌরাঙ্গ কুমার
সাঁঙ্গপাঙ্গ লয়ে এবার
শান্ত করি এ ছার জীবন ॥

ভক্তি ভক্তের সঙ্গধারি
অভক্তের অঙ্গ না হেরি
লালন কয় সে বিনয় করি
আমার কেবল মিছে যাজন ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)