ময়ূররূপে কে গাছের পরে।
দুই ঠোঁটে তছবি জপ করে ॥
গাছের গোড়ায় করিম রহিম শুনি।
গাছের নাম রেখেছেন সাঁই রব্বানী
গাছের চারটি শাখা, দেখতে বাঁকা
কোন শাখায় কোন রং ধরে ॥
তিপ্পান্ন হাজার সেই গাছের নাম
সেই নামটি হয় মারফতি মুকাম
ডাকলে একনাম ধরে, জীবের যত পাপ হয়ে
সাধ্য কি জীবে এত পাপ করে ॥
সত্তর লাখ আঠারো হাজার সাল
নাম নিতে গেল এত কাল
সিরাজ সাঁই বলছে, লালন এসে
কি করলি ভবের পরে ॥