যে দুঃখ আছে মনে
ওরে ও ভাই ছিদাম।
সেই দুঃখের দুখ না হলো সুখ
তাইতে নদেয় এলাম ॥

যদি দেখা পাইতাম হারে
সকল কথা কইতাম তারে
ওরে কইতাম;
বড় আশা ও ভাই সখা
আমি তাইতে আসিলাম ॥

শোনরে ভাই ছিদাম নফর
দুঃখ শুনে কাজ নাই তোর
নাই আমার স্থান;
নূতন সাধন করব এখন
তাইতে ডোর কোপনি পরিলাম ॥

দেবের দেব বাঞ্ছা সে-ধন
কোথায় গেলে পাব এখন
বল ভাই সুদাম;
লালন সেই আশায় আছে
আজ যদি তারে পেতাম ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)