যাতে যায় শমন যন্ত্রণা
ভ্রমে ভুলো না
শুরুর শীতল চরণ ছেড় না ॥
বেদ বৈদিকের ভোলে তুলি
গুরু ছেড়ে গোবিন্দ বলি
মনের ভ্রম এ সকলি
শেষে যাবে জানা ॥
চৈতন্য আজব সুরে
থেকে নিকট দেখায় দূরে
গুরুরূপ আশ্রিত করে
কর ওই রূপ ঠিকানা ॥
জগৎ জীবের দ্বারায়
নিজরূপ সম্ভব তো নয়।
লালন বলে তাইতে গো সাঁই
দেখায় গুরুরূপের রূপ নিশানা ॥