রাসুল আল্লার পিরিতে খোদ
কাদের সোবাহান
শুণ্যের উপর সৃষ্টি করলেন
সুন্দর এই জাহান।
তারও আগে দয়াল আল্লায়
পাঞ্জাতন বানাইয়া
সত্তুর হাজার বছর রাখলেন
ময়ূরও সাঁজাইয়া
যুগযুগ ধরে কত দূত
পাঠাইলেন পরোয়ার
আখেরি জামানায় খুলবেন
রহমতের দোয়ার
নুরেই এই নবীরে দিলেন
যেই হিম্মত
শেষ বিচারে পার করিবেন
গোনাহগার উম্মত।
বিশ্ব মুসলিম জাতির পিতা
ইব্রাহিমের সূত্রে
আরব দেশে কোরাইশ বংশে
বনু হাসেম গোত্রে।
মাতার নাম আমেনা নবীর
পিতার নাম আব্দুলাহ
অবশেষে মানুষ বেসে
আইলেন রহমত উল্লাহ।
এতিম হইয়া আইলেন গো
মহা বিশ্বের সরদার।
হাবিবের খেদমতে আল্লাহ
নিজেই জিম্মাদার রে
পিরিত করা প্রাণে মরা রে।
পিরিত বিষের ভরি
কেহ পিরিতে বিষ মাখাইয়া
খাইয়া প্রাণে মরি রে।
পিরিত করা প্রাণে মরা রে…
কলসির গলা নিজের গলা
বাইন্ধা এক দড়িতে
রাধারাণী মরিতে যায়
শ্যাম কালার পিরিতে।
রাবণের বল শক্তির প্রয়োগ
সীতা পাইবার আসে
অকূলে ভাসে পিরিতে
নিমাই যায় সন্ন্যাসে।
পিরিত করা প্রাণে মরা রে….
প্রেম রোগে পিরিতি কইরা
পাগল চন্ডিদাসে
বারো বছর বাইলো বড়শী
রজকিনীর আশে।
পিরিতে সার হইনারে ভাই
মরা আর জিতায়
এই মনস্ত কইরা দুইজন
পুড়লো এক চিতায়।
পিরিত করা প্রাণে মরা রে…
বারো বছরের উজির কইন্যা
যুবতীর বিনাস
বারো দিনের শিশু লইয়া
গেলো বনবাস।
আর যুগে পিরিতে কইরা
বিবি জুলেকায়
আশি বছর কাটাই দিলা
বিবোর জঙ্গলায় রে।
পিরিত করা প্রাণে মরা রে…
বাউল গানের পিরিতে
আব্দুল করিমের গেল কূলিমান
নারীর পিরিতে দেবদাস মরলো
করিয়া মদপান।
ফরহাদের পিরিতি বিস্ময়
বকুলরে জানাইয়া
শিরির লাগি পাহার কাইট্টা
রাস্তা দেয় বানাইয়া।
পিরিত করা প্রাণে মরা রে…
জাতি ধর্মের পিরিতি খোদ
আল্লাহ তায়ালার ছায়া,
জননীর পিরিতি অক্ষয়
বোইনের পিরিত মায়া।
নারী পুরির পিরিতি হয়
মরদের কামাই
দরদীর পিরিতি মরবার
দুইদিন পরে নাই রে…
স্বামী-স্ত্রীর পিরিতি ভাইরে
পুরাই ষোল্লোআনা
আইয়ূব নবী আর রহিমা
বিবির নাম যায় মানা।
আইজকাল স্বামীর ঘরে যদি
অভাবও দাঁড়ায়
স্ত্রীর পিরিতি পিছ দোয়ারে
দৌড়ইয়া পালায় রে
পিরিত করা প্রাণে মরা রে…
ডিজিটাল যুগে বদলাইছে
পিরিতির ভার্শন
লাইন বলেনা, প্রেম বলে না
বলে রিলেশন।
দুনিয়া জুড়ে চলছে এমন
কুকির্তির কারসাজি
অমুল্য ধন সোনার যৌবন
লুটবার ধান্ধাবাজি।
পিরিত করা প্রাণে মরা রে…
পিরিতি বিষম পিরিতি
সুখের সীমানায়
আইজকাল পিরিতের লাগি
ভাইয়ে মারে ভাই।
বোইনের পিরিত সহ্য হয়না
বোইনের শ্রত্রু বইন
বন্ধুর পিরিত ভাঙবার লাগি
বন্ধুই মারে খইন রে।
পিরিত করা প্রাণে মরা রে…
এই যুগের পোলাপাইনেও
ভয়ংকর প্রেম করে
এক দড়ি দুইজনের গলায়
দিয়াও দুইজন মরে।
বেশিরভাগ পিরিতি দেখি
ভরা চলনায়
ফুলে বইয়া মধু খাইয়া
ভ্রমর উইড়া যায়।
পিরিত করা প্রাণে মরা রে…
ডাইনে বাওয়ে দেখো কত
রঙ্গের পিরিত আছে
মায়ের হাতে জীবন দিয়া
জীবন বীমার কাছে।
আর জাতের পিরিতি ভাইরে
তাইরে নাইরে না-না
এই পিরিতি গোপন রাখলাম
খুইল্লা আর কইলাম না রে
পিরিত করা প্রাণে মরা রে…
সংসারের পিরিতি রূপ ভাই
কেহ বাজায় ঢোল
কেনে বা ফুটাইতে গেলাম
কাম বাগানের ফুল।
কামের পিরিত ঘামে জড়ে
পাষাণ মন গলেনা।
রাইত পোহাইলে বেনো বেলা
দেহ আর চলে না রে।
পিরিত করা প্রাণে মরা রে….
দেইক্ষাও দেখিনাও ভাইরে
শুইন্নাও হুনিনা
শিল্পি আর শ্রোতার পিরিত্তি
টেকায় বেচা-কেনা।
তারা কোন শহরে পৌঁছায়
আমি কোন শহরে।
উপরে দিয়া থু ফালাইলে
নিজের উপরেই পড়ে রে।
পিরিত করা প্রাণে মরা রে…
যুগেযুগে প্রেম পিরিতি
সোনার বাংলাদেশ
এই যুগে পিরিতি কইরা
পাগল হাসান শেষ।
পিরিত যদি উপ্রে পরে
ছাইড়ো নারে ভাই
নাইলে কেউ কইরো না পিরিত
মিনতি জানাই।
পিরিত করা প্রাণে মরা……
Song: Pirit Kora Prane Mora
Lyrics, Tune, Singer: Pagol hasan