সুসময়ে ছাড়ো নৌকা
বেলা বয়ে যায়
কৃষক মজুর জেলে তাঁতি
আয় রে সবাই আয় ॥
নব রঙের পাইক সাজে
জনগণের নায়
হাইল ধরিও সুজন মাঝি
ইমানের বৈঠায় ॥
কেউ নায়ে জল সিচে
কেউ বৈঠা বায়
রঙবেরঙের বাজনা বাজে
সারিগান গায় ॥
ভয় করি না ঝড় তুফানে
পাইকে যদি বায়
বাউল আবদুল করিম বলে
যাব সোনার গাঁয় ॥