বানাও যদি সঙ্গের সাথী
থাকো যদি রাজী
তোমার তরে মরবো আমি
ধরবো জীবন বাজী।
একবার যদি কাউরে করবায়
তোমার নায়ের মাঝি।

মন বাগারের মালি হয়ে
সইবো কাটার জ্বালা
তোমার নামে ফুল তুলিয়া
গাঁধবো প্রেমের মালা।
সাজাইয়া রাখিবো ঢালা
দেখুক জগত বাসী।

অসুখ হইলে ডাক্তার তুমি
আমার বারমাসি
জুবায়ের বকুল প্রেমারি
তোমায় ভালোবাসি।
করলেও শত দোষের দোষি
থাকবো তোমার দাসী।

Singer : Baul Shafi Mondol
Lyric : Jubayer Bokul
Tune & Music : Munshi Jewel

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)