শহরে ষোল জনা বোম্বেটে ৷
করিয়ে পাগল পারা
নিলো তার সব লুটে ॥

রাজ্যেশ্বর রাজা যিনি
চোরের শিরোমণি
নালিশ করিব আমি
কোনখানে কার নিকটে ॥

পাঁচ জনা ধনী ছিল
তারা সব ফতুর হল
কারবারে ভঙ্গ দিল
কখন যেন যায় উঠে ॥

গেল ধন মালনামায়
খালি ঘর দেখি জমায়
লালন কয় খাজনারি দায়
কখন যেন যায় লাটে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)