সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।
লীলার যার নাইরে সীমা
কোন সময় কোন রূপ ধরে ৷৷

আপন ঘর আপনি ঘরি
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে;
আপনি করে মেজেষ্টারী
আপনি পায়ে বেড়ী পড়ে ৷৷

গঙ্গায় গেলে পঙ্গা জল হয়
গর্তে গেলে কৃপজল কয়
বেদ বিচারে;
তেমনি সাঁইয়ের বিভিন্ন নাম
জানায় পাত্র অনুসারে ৷৷

একে বয় অনন্ত ধারা
তুমি আমি নাম বেওয়ারা
ভবের পরে:
লালন বলে কেবা আমি
জানলে ধাঁধা যেত দূরে ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)