কুটুম পাখি রে ওরে পাখি
কুটুম কুটুম বলে
কারে তুমি ডাকিছ
বসি গাছের ডালে রে।
আমার কুটুম শ্যামকালা রে
ওরে পাখি বসি কদমডালে
দিবানিশি বাজায় বাঁশি
রাধা নাম বলে রে।
বাঁশির সুরে পাগল করে রে
ওরে পাখি রইতে না দেয় ঘরে
জল ভরিবার ছল করিয়া
যাই জল আনিবারে রে।
বহুদিন হলো গত রে
ওরে পাখি শ্যামবন্ধু নাই দেশে
উকিল পাগলা আর কতকাল
থাকিব বিদেশে রে।