কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি
কেমনে রাখিব তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥
পাড়া-পড়শি বাদি আমার,
বাদি কাল ননদি
মরম জ্বালা সইতে নারি
দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥
কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥
পাগল আবদুল করিম বলে
হলো এ কী ব্যাধি?
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবায় যদি ॥
Song: Keno Piriti Baraila Re Bondhu
Singer: Ashik
Lyrics: Shah Abdul Korim
“কেন পিরিতি বারাইলা রে বন্ধু” গানটি একটি জনপ্রিয় বাউল গান। এর অর্থ হল, “হে বন্ধু, কেন তুমি ভালোবাসা বৃদ্ধি করলে?” এই গানের মাধ্যমে প্রিয় মানুষের কাছে বিরহের সুরে ভালোবাসার গভীরতা এবং বিচ্ছেদের বেদনা প্রকাশ করা হয়। গানটিতে সাধারণত প্রিয় মানুষের প্রতি এক ধরণের অভিযোগ এবং অভিমান প্রকাশ পায়, যেখানে প্রেমিক জানতে চায় কেন তাকে ভালোবাসার জালে আবদ্ধ করা হলো, যদি সে ছেড়ে চলেই যাবে।
“কেন পিরিতি বারাইলা রে বন্ধু” গানটি একটি জনপ্রিয় বাউল গান। “পিরিতি” মানে প্রেম বা ভালোবাসা এবং “বারাইলা” মানে বাড়ানো বা সৃষ্টি করা। তাই “কেন পিরিতি বারাইলা রে বন্ধু” এর অর্থ হল, “হে বন্ধু, কেন তুমি প্রেম/ভালোবাসা সৃষ্টি করলে?”
এই গানের মাধ্যমে সাধারণত প্রেমিক বা প্রেমিকার প্রতি অভিমান এবং বিরহের সুর প্রকাশ করা হয়। গানটিতে ভালোবাসার গভীরতা এবং বিচ্ছেদের বেদনা প্রকাশ পায়। প্রিয় মানুষটির কাছে প্রেম নিবেদন করার পর, যখন সে চলে যেতে উদ্যত হয়, তখন এই গানটির মাধ্যমে তার কাছে জানতে চাওয়া হয়, কেন তাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা হলো, যদি সে চলেই যাবে।
এই গানের কথার মধ্যে দিয়ে বিরহ, কষ্ট এবং ভালোবাসার গভীরতা প্রকাশ পায়।