হীরে লালমতির দোখানে
গেলে না
সদায় কিনলি রে মন
পিতলদানা ॥

চটকে ভুলে রে মন
হারালি অমুল্য রতন
হারলে বাজী কাঁদলে তখন
আর সারে না ॥

পিছের কথা আগে ভেবে
উচিৎ বটে তাই জানিবে
গত কাজের বিধি কিরে
মন রসনা ॥

ব্যাপারে লাভ করলে ভাল
সে গুণপনা জান গেল
লালন বলে মিছে হলো
আওনা যাওনা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)