বাড়ীর কাছে আরশী নগর
[সেথায়] এক পড়শী বসত করে।
আমি একদিন না দেখিলাম তারে ॥

গিরাম বেড়ে অগাধ পানি
ও তার নাই কিনারা নাই করণী, পারে,
মনে বাঞ্ছা করি দেখব তারে
কমনে সে গাঁই যাই রে ॥

কী বলব সে পড়শীর কথা
ও তার হস্তপদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক ভাসে শূন্যের উপর
ক্ষনেক ভাসে নীরে ॥

পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো, দূরে;
সে আর লালন একখানে রয়-
লক্ষ যোজন ফাঁক রে ॥

Song: Barir Pashe Arshi Nogor
Singer: Baul Shofi Mondal
Lyrics: Fokir Lalon Shah

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)