প্রাণনাথ,ছাড়িয়া যাইও না মোরে রে ॥ কথা রাখো কাছে থাকোযাইও না রে দূরেবন্ধু রে, দূরে গেলে পরান আমারছটফট ছটফট…
একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মনউপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন।মুখের ভালোবাসা দেখাও, অন্তুর দিয়া বাসোনাবন্ধু তোমার…
আমি কুলহারা কলঙ্কিনীআমারে কেউ ছুঁইও না গো সজনী ॥ প্রেম করে প্রাণবন্ধুর সনেযে-দুঃখ পেয়েছি মনেআমার কেঁদে যায় দিন-রজনী ॥…
এইভাবে আরবেঁচে থাকব কতদিনআমি যারে ভালোবাসিসে আমারে বাসে ভিন ॥ ভালোবাসার ফাঁদে পড়েচোর ঢুকিল মনের ঘরেদিবানিশি চিন্তা করেশক্তিহীন অঙ্গ…
কেমনে ভুলিল বন্ধে আমারেআমি তো ভুলি না গো তারেবন্ধে যারে দয়া করে গোতার শুকনা গাছে ফল ধরে–আমি তো ভুলি…
আমি তোমারে ভালোবাসি রেবন্ধু ভিন্ন বাসো কোন প্রাণেআমার বাড়ি আইলায় না কেনে ॥ বন্ধু রে, সাজাইয়া ফুলবিছানাঘরে-বাইরে আনাগোনা রেদুঃখের…
মনে তোরে চায় রে বন্ধুপ্রাণে তোরে চায়অবলা রাধার কুঞ্জেআয় রে বন্ধু আয় ॥ আগে কত আশা দিলেমন-প্রাণ কাড়িয়া নিলেতখন…
আমি তোমায় বন্ধু বলে ডাকবরাখো-মারো যাই করোতোমার আশায় থাকব ॥ পাই যদি হে ব্রজের নন্দনকেটে যাবে ভববন্ধন ও রেলোকের…
পিরিতি করিয়া সোনা বন্ধু রেমিছা দোষী আমি সংসারেতুমি বিনে মনের বেদন জানাব কারেমিছা দোষী আমি সংসারে ॥ তুমি যদি…