আমি তো জানি না আমার
কখন কী হবে
বেলা গেল সন্ধ্যা হলো
ভাবি নীরবে ॥
জীবন পাই মায়ের গর্ভেতে
একবিন্দু পানি হতে
আসিলাম এই জগতে
যাইব কবে ॥
বন্দি হলেম মায়াজালে
গাই গান তাল-বেতালে
বোঝে না মনমাতালে
ঠেকলাম স্বভাবে ॥
কাম ক্রোধ লোভ মোহ আর
ছয়জনে করে অত্যাচার
উপায় নাই বেঁচে থাকার
কলঙ্ক রবে ৷৷
এ জনম গেল বিফলে
জীবনলীলা সাঙ্গ হলে
করিম বলে যাব চলে
কোলে কি লবে ৷৷