কত দিনে কত ব্যথা
আমি সামলাইয়া থুইছি মনে
ব্যথার বন্যা বইয়া রে যাইব
আমার ব্যথা মাইনষে যদি জানে।

থাইকা থাইকা মনে পড়ে গো
পুরান ব্যথার কথা
আমি হারাইয়া যাই সকল দিশা
সামাল দিব কেমনে।

যার জন্য আমার এত ব্যথা
সেও তাহা জানে
জাইনাও করে না জানার ভান
বুঝলাম তা অনুমানে।

যারা আমার সঙ্গের সাথী
তারাও নাহি জানে
এ যে মোর একান্ত ব্যথা
অন্যে জানব কেমনে।

জানি একদিন ঘুচবে ব্যথা
মানবিক কারণে
সেদিন আর রশিদ থাকবে না
প্রেম পিরিতের বন্ধনে।

Song: Koto Dine Koto Betha
Singer: Ankon
Lyrics: Baul Roshid Sorkar

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)