হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে।
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

পান চুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে
কু’সমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে।
টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল
অতি মায়ায় বধূ নষ্ট, ধূলায় নষ্ট চুল রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট
সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ।
নভেল পড়ে যুবা নষ্ট, কাপড় নষ্ট তেলে
স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

সিনেমায় যুবতী নষ্ট, ঝগড়ায় নষ্ট প্রেম
ছোয়াড়ের দোষে ঘোড়া নষ্ট, লাভে নষ্ট মেম।
টাক পড়িয়া নষ্ট হয়, পেট নষ্ট ঝালে
স্ত্রীর সহিত প্রণয় নষ্ট, বাচ্চা জন্ম নিলে রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…..

অনভ্যাসে বিদ্যা নষ্ট, গুলতে নষ্ট হয় কালি
নতুন জামাইর মজা নষ্ট, না থাকিলে শালী ।
স্বার্থ থাকলে পিরিতি নষ্ট, বিষায় নষ্ট খাল
ছালির সুরমায় চক্ষু নষ্ট, দাগে নষ্ট গাল রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

বেশি খাইলে পেট নষ্ট, ধূলায় নষ্ট ধুতি
টাকার লোভে সুনাম নষ্ট, অভাবে নষ্ট জাতি।
হিংসা করলে ধর্ম নষ্ট, তর্কে নষ্ট বেলা
দুলা ভাইয়ের আমোদ নষ্ট না থাকিলে শালা রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

ফিনিশ মারলে পোকা নষ্ট, মরিচায় নষ্ট টিন
কু-অভ্যাসে যৌবন নষ্ট, মেঘে নষ্ট দিন।
গুমান করিয়া হাতি নষ্ট, রাগে নষ্ট ময়না
বিষ-গৌরবে সর্প নষ্ট, আবে নষ্ট আয়না রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

আমল ছাড়া এলেম নষ্ট, পোকায় নষ্ট আম
কুপাত্রে জিনিস নষ্ট, লজ্জায় নষ্ট কাম।
নদীর কুলে বাড়ি নষ্ট, কখন ভেঙে যায়
রাজার দোষে রাইজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায় রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

কু-বুলিতে জবান নষ্ট, শিলায় নষ্ট ধান
কু-দর্শনে চক্ষু নষ্ট, কু-শ্রবনে কান।
দানা নষ্ট অবিচারে, খাইলে নষ্ট হয় রোজা
দৌড় ছাড়িয়া ঘোড়া নষ্ট, বয়ে চিনির বোঝা রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

অভাবেতে স্বভাব নষ্ট, রাগে নষ্ট চেহারা
চন্দনীরে বলে নষ্ট, চোরার ঘরের চোরা।
হিন্দুর মুখে দাঁড়ি নষ্ট, কখন যে ফালায়
রোদ-বাদলে বাবুগিরি নষ্ট হইয়া যায় রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

ভালো কথা নষ্ট হয় ভাই বুর্বকের ধারে
শ্বশুরবাড়ির মজা নষ্ট বেশি থাকলে পরে।
আমির উদ্দিন বলে আমার নষ্ট কূল মান
পুড়া ইষ্ট বলো নষ্ট তবু গাইমু বন্ধুর গান রে
হেলায় হেলায় কার্য নষ্ট রে…

Song: Helay Helay Karjo Nosto
Singer: Ashik
Lyrics: Amir Uddin

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)