ওরে তুমি আমার হও বা না হও
আমি যে তোমার
একবার প্রাণ খুলিয়া কওরে বন্ধু
তুমি’নি আমার।
তোমার লাগি লোকের নিন্দন
গলে পড়লাম হার
ওরে তুমি বিনে দুই নয়নে
দেখি অন্ধকার।
একবার প্রাণ খুলিয়া…….
বিরহের আগুনে পুড়ে
কলিজা আঙ্গার
ওরে জমাইলে নয়নের জল
হইতো সাতার।
একবার প্রাণ খুলিয়া…….
আসবে শমন হবে মরণ
জানি সার-আসাড়
ওরে নুর জালালরে তোমার কইয়া
খুলে লও একবার।
একবার প্রাণ খুলিয়া…….
Song: Tumi Amar Hou Ba Na Hou Ami je Tomar
Singer: Dipro Barua & Durjoy Barua
Lyric & Tune: Shah Nur Jalal