ওরে মনো নিলায় দেহ নিলায়
প্রাণটা তুমি নিও।
বন্ধু ভুলিয়া না যাইয়ো
আধেক এই জনমে নইলে
পর জনমে হইয়ো।

মরনেও চাই তোমারে
পরপারে গিয়া
নইলে আমার পাগল মনরে
বুঝাইমু কি দিয়া।
বন্ধু স্মরণে রাখিও
স্মরণে রাখিও
অন্তিম কালে তুমি আমার
শিয়রে থাকিও।

এই দুনিয়ার মাটি একদিন
ছেড়ে যেতে হবে
বিলীন হইবে মাটির দেহ
বিস্ময় অনুভবে।
আঙিনায় কান্দিও
ওপার হইতে দেখবো তোমায়
তুমি বড় প্রিয়।

চিরতরেই ভুলে গেলে
এই কি তোমার রীতি
মনে কি পড়েনা পাগল
হাসানের পিরিতি।
বন্ধু মিনতি রাখিও
বন্ধু মিনতি রাখিও
ভুল কইরাও পড়লে মনে
চাঁন্দের পানে চাইয়ো।

Song Name: Bhuliya Na Jaiyo
Singer: Dipro Barua
Lyric & Tune: Pagol Hasan

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)