ভবের কাজে হইয়া মত্ত
আপন সত্য হারাইলাম।
লইলাম না লইলাম না গো
আমি আল্লার নাম।

দিন গেলো মোর ভবের কামে
রাত্রি আমার যায় গো ঘুমে।
মজলিনা মন গুরুর নামে
খুঁজলি ভবে প্রাণের শাম।

নাই কলমে গুরুর সাধন
থাকলে কি করিনা ভজন
কামিনী সব করলো হরণ
নামের ভজন করিলাম।

কার বা কুমন্ত্রণায় পইড়া
ঘরের বাহির সঙ্গ ধইরা
আপন স্বজন বন্ধু ছাইড়া
জীবনে আর কি পাইলাম।

হঠাত বন্ধ ****
***** হাশর মিজান
নাই ভাবিয়া পাগল হাসান
নামের পাগল সাঁজিলাম।

Song: Vober Kaje Hoiya Motto
Lyrics, Tune & Singer: Pagol Hasan

“ভবের কাজে হইয়া মত্ত, আপন সত্য হারাইলাম” হলো শিল্পী পাগল হাসান-এর একটি গানের অংশ, যেখানে তিনি এই পৃথিবী বা জীবনের কাজকর্মে মগ্ন হয়ে নিজের আসল উদ্দেশ্য বা আধ্যাত্মিক সত্যকে হারিয়ে ফেলার কথা বলছেন। এই লাইনগুলো থেকে বোঝা যায় যে, পার্থিব বা জাগতিক বিষয়সমূহে অতিরিক্ত মগ্ন থাকার ফলে জীবনের মূল লক্ষ্য ও সত্য থেকে দূরে সরে যাওয়া হয়েছে। 

এই গানের মূলভাব:

  • ভবের কাজ ও জাগতিক মত্ততা:“ভবের কাজ” বলতে এই পৃথিবীর বা জীবনের সাধারণ কাজকর্ম, লাভ-ক্ষতি, আনন্দ-বেদনা ইত্যাদি বোঝানো হয়েছে। এই সবকিছুতে মগ্ন হয়ে মানুষ তার আসল পরিচয় বা উদ্দেশ্য ভুলে যায়।
  • সত্যের অভাব:এই জাগতিক মত্ততার কারণে মানুষ তার আধ্যাত্মিক বা আত্মিক সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা তাকে প্রকৃত অর্থ থেকে দূরে নিয়ে যায়।
  • पश्चাত্তাপ ও অনুশোচনা:এই অংশটিতে এক ধরনের पश्चাত্তাপ বা অনুশোচনা প্রকাশ পায়। শিল্পী বলছেন যে তিনি এই পার্থিব কাজের পেছনে ছুটে নিজের আসল কাজ ও উদ্দেশ্য পূরণ করতে পারেননি।

সংক্ষেপে, “ভবের কাজে হইয়া মত্ত, আপন সত্য হারাইলাম” লাইনটি একটি গভীর দার্শনিক অর্থ বহন করে এবং এটি ক্ষণস্থায়ী পার্থিব বিষয়সমূহের প্রতি আসক্তি থেকে বাস্তব সত্যকে খুঁজে পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

পাগল হাসানের এই গানটি হয়তো হাছন রাজার গানের দ্বারা অনুপ্রাণিত, যেখানেও “ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া” এমন লাইন পাওয়া যায়, যা জীবনের মূল উদ্দেশ্য ভুলে যাওয়ার কথা বলে। 

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)