শূন্যেতে এক আজব বৃক্ষ দেখতে পাই।
আড়ে দীঘে কত হবে
বলার কারো সাধ্য নাই ॥

সেই বৃক্ষের দুই অপূর্ব ডাল
এক ডালে প্রেম আরেক ডালে কাল
চারযুগেতে আছে একই হাল
নাই টলাটল রতিময় ॥

বলব কিসে বৃক্ষের কথা
ফুলে মধু ফলে সুধা
এমন বৃক্ষ মানে যেবা
তার বলিহারি যায় ॥

বিনা বীজে সেই যে বৃক্ষ
ত্রিজগতের উপলক্ষ
শাস্ত্ৰেতে আছে ঐক্য
লালন ভেবে বলে তায় ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)