শুদ্ধ আগম পায় যেজনা।
নিগুমেতে উঠছে আগম
সেই পেয়েছে নবীর বেনা ॥

হুহুংকার ছাড়লে বিন্দু
তাহাতে জন্মালে ডিম্বু
দশ হাজার বৎসর ছিল সেজদায়
তার আওয়াজ শুনে হয় দুইখানা ॥

অঙ্গ ভেঙ্গে করলেন ছয়খান
পাঁচ তনেতে বসালেন জান
কে বুঝিবে মালেক সাঁইয়ের কাম
স্বজলায় রূপ গঠলেন তৎক্ষণা ॥

যাতে হয় আদমের দৌলাত
পাঁচ চিজ তখন করলেন খয়রাত
ফকির লালন বলে সমঝে এবার
তাইতে মা বলেছেন সাঁই রব্বানা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)