সবে বলে লালন ফকির হিন্দু কি যবন।
লালন বলে আমার আমি
না জানি সন্ধান ৷৷

একই ঘাটে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারো ছোঁয়া
বিভিন্ন জল কে কোথা পান ৷৷

বেদ পুরাণে করেছে জারি
যবনের সাঁই হিন্দুর হরি
তাও তো আমি বুঝতে নারি
দুইরূপ সৃষ্টি করলেন কী প্ৰমাণ ৷৷

বিবিধের নাই মুসলমানী
পৈতে নাই যার সেওতো বামনী
বোঝো রে ভাই দিব্যজ্ঞানী
লালন তেমনি জাত একখানা ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)