স্বরূপে রূপ আছে গিলটি করা।
রূপ সাধন করল স্বরূপ নিষ্ঠা যারা ৷৷

শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটা খেলে
ক্ষণেক রূপ রয় নিরালে
নিরাকারা ৷৷

রূপ বললে যদি হয় রূপ সাধন
তবে কি আর ভয় ছিল মন
সে মহারাগের করণ
আছে স্বরূপ দ্বারা ৷৷

আসবে বলে স্বরূপ মণি
থাকগা বসে ভাব ত্রিবেণী
লালন কয় সামাল ধনী
সেই কিনারা ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)