আছে যার মনের মানুষ মনে
সে কি জপে মালা ।
অতি নির্জনে সে, বসে বসে
দেখছে খেলা ॥

কাছে রয় সেই উচ্চস্বরে, ডাকে তারে
কোন পাগলা
যে যা বোঝে, সে তাই বুঝে
থাকরে ভোলা ॥

যথা যার ব্যথা নেহাত, সেইখানে হাত
ডলামলা
তেমনি যেন মনের মানুষ
মনে তোলা ॥

যে জনা দেখে সে রূপ, করিয়ে চুপ
রয় নিরালা
লালন ভেড়ের লোক জানানো
মুখে হরি হরি বলা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)