কাপে কালুবালা কুলহু আল্লা
লা-শরীক সে পাকজাতে
আজব সৃষ্টি করলেন বারি
নিজ কুদরতে ॥

খোদা একা থাকতেন নিরাঞ্জনে
চিন্তা করলেন মনে মনে
এস্কের জোরে, পাঁচবিন্দু ঘাম পল ঝরে
শরীর হইতে ॥

খোদার অঙ্গ হতে ঝরিল আম্বু
পাঁচ চিজ হইল বিম্বু
আরশকুরছি লহুকমল,
হইল পাঁচ চিজেতে ॥

পাঁচ ধারে ছিল পাকপাঞ্জাতন
মধ্যে ছিল খোদার আসন
শূন্যকারে একেশ্বরে ছিল
খোদার অঙ্গেতে ॥

ধরে সিরাজ সাঁইয়ের চরণ
দিনের অধীন কয় লালন
ফেল না গোলমালে
রোজ হাসরে রেখ সাথে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)